বসন্ত কাকে উৎসর্গ করেন? [MCQ]

[Question] বসন্ত কাকে উৎসর্গ করেন?

(ক)লোকেন্দ্রনাথ পালিত
(খ)সুভাষ চন্দ্র বসু
(গ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)কাজী নজরুল ইসলাম

উত্তরঃ (ঘ) কাজী নজরুল ইসলাম


সংক্ষেপে ব্যাখ্যাঃ

রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল ৷

  • রুদ্রচন্ড নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে ৷
  • মায়ার খেলা নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন সরলা রায়কে ৷
  • কালের যাত্রা নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার জন্মদিনে ৷
  • তাসের দেশ নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে।
  • বিসর্জন নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুরকে (সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র) ৷
  • চিত্রাঙ্গদা (নৃত্যনাট্য) রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে ৷
  • রাজা ও রানী নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে (রবীন্দ্রনাথের বড় দাদা) ৷
  • ফাল্গুনী নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুরকে (রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ-এর নাতি)
  • বসন্ত নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন নজরুল ইসলামকে ৷
  • গোড়ায় গলদ নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন প্রিয়নাথ সেনকে (রবীন্দ্রনাথের অন্তরঙ্গ বন্ধু) ৷
  • অচলায়তন নাটক রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন ঐতিহাসিক যদুনাথ সরকারকে ৷

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top