[Question] মেঘনাদবধ কাব্য কাকে উৎসর্গ করা হয়?
(ক) | রবীন্দ্রনাথ ঠাকুর |
(খ) | কাজী নজরুল ইসলাম |
(গ) | রাজা দিগম্বর মিত্র |
(ঘ) | চিত্তরঞ্জন দাশ |
Explanation
Recommended For You
- মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য বীরাঙ্গনা ৷
- মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেনপোয়েম ৷
- মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে প্রেমভাবে তাঁকে স্মরণ করতে মিনতি করেছেন ৷
- রিজিয়া নাটকের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত ৷
- মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান হলো সনেট – এর প্রবর্তন ৷
- বাংলা ভাষায় সনেট প্রথম মধুসূদন দত্তের লেখা ৷
- মাইকেল মধুসূদন দত্তের একেই বলে সভ্যতা প্রহসন ধরনের নাটক ৷
- মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি “মেঘনাদ বধ কাব্য” ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কৃষ্ণকুমারী ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যটির নাম বীরাঙ্গনা ৷
আরও পড়ুনঃ