[Question] মাইকেল মধুসূদন দত্ত তাঁর ‘শর্মিষ্ঠা’ নাটকটি কাকে উৎসর্গ করেন?
(ক) | যতীন্দ্রমোহন বাগচী |
(খ) | মহাকবি কালিদাস |
(গ) | ভূদেব মুখোপাধ্যায় |
(ঘ) | ভুবনচন্দ্র মুখোপাধ্যায় |
Explanation
Recommended For You
- বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ কাব্য’ ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যটির নাম বীরাঙ্গনা ৷
- মাইকেল মধুসূদন দত্ত তাঁর ‘শর্মিষ্ঠা’ নাটকটি উৎসর্গ করেছিলেন – মহাকবি কালিদাসকে ।
- রিজিয়া নাটকের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত ৷
- মেঘনাদবধ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয় ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য বীরাঙ্গনা ৷
- মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেনপোয়েম ৷
- মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি “মেঘনাদ বধ কাব্য” ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ “তিলোত্তমাসম্ভব কাব্য” ৷
আরও পড়ুনঃ