নৈবেদ্য কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? [MCQ]

[Question] নৈবেদ্য কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন?

(ক)দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)কাজী নজরুল ইসলাম

উত্তরঃ (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর


সংক্ষেপে ব্যাখ্যাঃ

নৈবেদ্য’ কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top