আমিই রাষ্ট্র উক্তিটি কার? [MCQ]

[Question] আমিই রাষ্ট্র উক্তিটি কার?

(ক)রাজা জন
(খ)চতুর্দশ লুই
(গ)পঞ্চম জর্জ
(ঘ)নেপোলিয়ান

উত্তরঃ (খ) চতুর্দশ লুই


সংক্ষেপে ব্যাখ্যাঃ

আমিই রাষ্ট্র উক্তিটি হলো চতুর্দশ লুই এর ৷ লুই চতুর্দশ, “সূর্য রাজা” নামেও পরিচিত ৷ চতুর্দশ লুই ৬ সেপ্টেম্বর, ১৬৩৮ সালে ফ্রান্সের সেন্ট-জার্মেই-এন-লেয়ে(Saint-Germain-en-Laye) জন্মগ্রহণ করেন এবং ১৬৪৩ সালে তার পিতা লুই XIII এর মৃত্যুর পর চার বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। তিনি ১৬৪৩ থেকে ১৭১৫ সালে তার মৃত্যু পর্যন্ত ৭২ বছরেরও বেশি সময় ধরে ফ্রান্স শাসন করেছিলেন। তিনি নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রতীক ৷

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top