আমি হিমালয় দেখিনি উক্তিটি কার? [MCQ]

[Question] আমি হিমালয় দেখিনি উক্তিটি কার?

(ক)ফিদেল ক্যাস্ট্রোর
(খ)নেলসন ম্যান্ডেলার
(গ)মার্শাল টিটোর
(ঘ)কর্নেল গাদ্দাফির

উত্তরঃ (ক) ফিদেল ক্যাস্ট্রোর


সংক্ষেপে ব্যাখ্যাঃ

”আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য”–উক্তিটি হলো ফিদেল ক্যাস্ট্রোর ৷ তিনি ছিলেন কিউবান প্রেসিডেন্ট এবং বিপ্লবী রাজনীতিবিদ ৷ তিনি ১৯৫৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত কিউবার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ১৯৫৯ সালে বাতিস্তা শাসনকে উৎখাত করেন এবং কিউবায় একটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করেন। তিনি তার শাসন আমলে সমাজতান্ত্রিক নীতি অনুসরণ করেন, শিল্প জাতীয়করণ করেন, ভূমি সংস্কার বাস্তবায়ন করেন এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নতি করেন। তিনি ২০১৬ সালে মারা যান ৷ কিউবান এবং বিশ্ব ইতিহাসে একটি জটিল উত্তরাধিকার রেখে গেছেন।

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top