Justice Delayed Is Justice Denied উক্তিটি কার? [MCQ]

[Question] Justice Delayed Is Justice Denied উক্তিটি কার?

(ক)Gladstone
(খ)Lord Atkin
(গ)Diseraeli
(ঘ)Churehill

উত্তরঃ (ক) Gladstone


সংক্ষেপে ব্যাখ্যাঃ

Justice Delayed Is Justice Denied উক্তিটি উইলিয়াম ই গ্ল্যাডস্টোন(Gladstone) এর ৷ তিনি ২৯ ডিসেম্বর, ১৮০৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯ মে, ১৮৯৮ সালে মারা যান। তিনি ছিলেন একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ক ৷ ১৯ শতকে চারবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি । গ্ল্যাডস্টোন লিবারেল পার্টির সদস্য ছিলেন এবং ভিক্টোরিয়ান যুগে ব্রিটিশ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

উইলিয়াম ই গ্ল্যাডস্টোন এর অন্যান্য বিখ্যাত উক্তিগুলোঃ

  • উক্তি— “We look forward to the time when the power to love will replace the love of power. Then will our world know the blessings of peace”
  • উক্তি— “As life is action and passion, it is required of a man that he should share the passion and action of his time, at the peril of being not to have lived.”
  • উক্তি— “Justice consists not in being neutral between right and wrong, but in finding out the right and upholding it, wherever found, against the wrong.”
  • উক্তি— “The only true basis of enduring institutions is public confidence.”
  • উক্তি— “No man ever became great or good except through many and great mistakes.”

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top