[Question] মানুষ সামাজিক জীব উক্তিটি কার?
(ক) | সক্রেটিস |
(খ) | এরিস্টটল |
(গ) | হেরোডোটাস |
(ঘ) | প্লেটো |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
মানুষ সামাজিক জীব উক্তিটি এরিস্টটল এর ৷
মানুষ সামাজিক জীব। স্বভাবতই মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ স্ত্রী-পুত্র-পরিজন ও স্নেহ-প্রেম-প্রীতির বন্ধনে আবদ্ধ। এ জন্যই মানুষ আপনজনদের নিয়ে একত্রে বাস করতে চায়। স্নেহ ও ভালোবাসার প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার জন্যই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। সমাজ ছাড়া সে বাস করতে পারে না।
রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল এজন্যই বলেছেন, “মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না, সে হয় দেবতা না হয় পশু।”
প্রাচীন যুগের মানুষ ফলমূল সংগ্রহ, পশু-পাখি শিকার এবং অন্যান্য সামগ্রী সংগ্রহের জন্য দল বেঁধে ঘুরে বেড়াত। বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধনের ফলে সভ্যতার অগ্রগতি সাধিত হলেও মানুষের মধ্যে এখনো সমাজবদ্ধ হয়ে বসবাস করার সেই প্রবণতা এতটুকু কমে যায়নি। আজও মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। মানুষ আজও সঙ্গপ্রিয়।
আরও পড়ুনঃ