কর্তব্যের জন্য কর্তব্য কর উক্তিটি কার? [MCQ]

[Question] কর্তব্যের জন্য কর্তব্য কর উক্তিটি কার?

(ক)ইমানুয়েল কান্ট
(খ)হার্বার্ট স্পেন্সার
(গ)বার্ট্রান্ড রাসেল
(ঘ)অ্যারিস্টটল

উত্তরঃ (ক) ইমানুয়েল কান্ট


সংক্ষেপে ব্যাখ্যাঃ

কর্তব্যের জন্য কর্তব্য কর উক্তিটি ইমানুয়েল কান্ট এর ৷ ইমানুয়েল কান্ট (1724-1804) একজন জার্মান দার্শনিক, যিনি আধুনিক দর্শনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত । বিশেষ করে তিনি পরিচিত জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা, নীতিশাস্ত্র এবং নন্দনতত্ত্বে কাজের জন্য ৷

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top