[Question] বনফুল কত সালে প্রকাশিত হয়?
(ক) | ১৮৮০ সালে |
(খ) | ১৮৮২ সালে |
(গ) | ১৮৮৪ সালে |
(ঘ) | ১৮৮৬ সালে |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
বনফুল ১৮৮০ সালে প্রকাশিত হয় ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের পনেরো বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয় ৷
‘বনফুল’ কাব্য গ্রন্থ হিসেবে ‘বনফুল’ কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ (প্রকাশ: ১৮৮০)। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘কবি- কাহিনী’ (প্রকাশ: ১৮৭৮)। তবে ‘জ্ঞানাঙ্কুর’ ও ‘প্রতিবিম্ব’ নামক দুটি পত্রিকায় ‘বনফুল’ গ্রন্থের কবিতা ১৮৭৬ সালেই প্রকাশ পায়। তাই কেউ কেউ ‘বনফুল’কে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য বলে থাকেন। গ্রন্থাকারে প্রকাশের আগে পত্রিকায় প্রকাশের উপর নির্ভর করে ‘বনফুল’কে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য বলা গেলেও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কিন্তু বলা যাবে না।
তাছাড়া ‘বনফুল’কে সুকুমার সেন নির্ভেজাল কাব্য না বলে, বলেছেন ‘কাব্যোপন্যাস’। একই সঙ্গে তাঁর মন্তব্য: ‘বনফুলের প্লটের আরম্ভে অক্ষয়চন্দ্র চৌধুরীর উদাসিনীর অনুসরণ আছে। কমলা-ভূমিকায় শকুন্তলার ছাপ আছে। ভাব-ভাষা-অলঙ্কারে মাঝে মাঝে দ্বিজেন্দ্রনাথের বিহারীলালের এবং মধুসূদনের প্রতিধ্বনি আছে।’ গ্রন্থটি আট সর্গ বিশিষ্ট। মিত্রাক্ষর ছন্দে রচিত। বিজয়, কমলা, নীরদ, নীরজা এ কাব্যের উল্লেখযোগ্য পাত্রপাত্রী।
আরও পড়ুনঃ