[Question] বিষাদ সিন্ধু কত সালে প্রকাশিত হয়?
(ক) | ১৮৮৫ সালে |
(খ) | ১৮৮৪ সালে |
(গ) | ১৮৮৩ সালে |
(ঘ) | ১৮৮২ সালে |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
মীর মশাররফ হোসেন রচিত ইতিহাস আশ্রিত উপন্যাস বিষাদ সিন্ধু মােট তিন খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ড মহরম পর্ব (১৮৮৫), দ্বিতীয় খণ্ড উদ্ধার পর্ব (১৮৮৭) এবং তৃতীয় খণ্ড এজিদ বধ পর্ব (১৮৯১); পরবর্তীতে সেগুলি একখন্ডে মুদ্রিত হয় ১৮৯১সালে। মােট ৬৩টি ভাগ নিয়ে গ্রন্থটি রচিত। মহরম পর্বে ২৬টি ভাগ, উদ্ধার পর্বে ৩০টি ভাগ এবং এজিদ বধ পর্বে ৫টি ভাগ; তাছাড়া উপক্রমণিকা ও উপসংহার রয়েছে। জমিদার দর্পন মীর মোশাররফ হোসেন রচিত নাটক প্রকাশিত হয় ১৮৭৩ সালে ৷
আরও পড়ুনঃ