[Question] মেঘনাদবধ কাব্যের অষ্টম সর্গের নাম কি?
(ক) | অভিষেক |
(খ) | অশোকবন |
(গ) | প্রেতপুরী |
(ঘ) | সংস্ক্রিয়া |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
মেঘনাদবধ কাব্যের অষ্টম সর্গের নাম প্রেতপুরী ৷
অষ্টম সর্গঃ
- ১. লক্ষ্মণের শোকে রামের বিলাপ।
- ২. কৈলাসে শিব-পার্বতীয় কথোপকথন এবং মায়াদেবীর প্রতি নির্দেশ।
- ৩. রামের প্রেতপুরী দর্শন।
আরও পড়ুনঃ