মেঘনাদবধ কাব্যের শেষ সর্গের নাম কি? [MCQ]

[Question] মেঘনাদবধ কাব্যের শেষ সর্গের নাম কি?

(ক)অভিষেক
(খ)অশোকবন
(গ)প্রেতপুরী
(ঘ)সংস্ক্রিয়া

উত্তরঃ (ঘ) সংস্ক্রিয়া


সংক্ষেপে ব্যাখ্যাঃ

মেঘনাদবধ কাব্যের শেষ(নবম) সর্গের নাম সংস্ক্রিয়া ৷৷

নবম সর্গঃ

  • ১. রাবণের বিষণ্ণতা ও রামের নিকট দূত প্রেরণ।
  • ২. রামের নিকট রক্ষদূতের আগমন ও সময় প্রার্থনা।
  • ৩. সীতা ও সরমার কথোপকথন।
  • ৪. প্রমীলা কর্তৃক পতির শবদেহ অনুগমন।
  • ৫. মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া।

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top