[Question] মেঘনাদবধ কাব্য কে রচনা করেন?
(ক) | বিহারীলাল চক্রবর্তী |
(খ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
(গ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
(ঘ) | মাইকেল মধুসূদন দত্ত |
Explanation
Recommended For You
- মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে প্রেমভাবে তাঁকে স্মরণ করতে মিনতি করেছেন ৷
- মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৮৭৩ সালে ৷
- মাইকেল মধুসূদন দত্তের একেই বলে সভ্যতা প্রহসন ধরনের নাটক ৷
- শর্মিষ্ঠা এক ধরনের পৌরাণিক নাটক ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সনেট বঙ্গভাষা ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কৃষ্ণকুমারী ৷
- মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান হলো সনেট – এর প্রবর্তন ৷
- মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন ৷
- মেঘনাদবধ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয় ৷
- মাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি ১৮২৪ সালে জন্মগ্রহণ করেন ৷
আরও পড়ুনঃ