মেঘনাদবধ কাব্যের সপ্তম সর্গের নাম কি? [MCQ]

[Question] মেঘনাদবধ কাব্যের সপ্তম সর্গের নাম কি?

(ক)শক্তিনির্ভেদ
(খ)অশোকবন
(গ)প্রেতপুরী
(ঘ)সংস্ক্রিয়া

উত্তরঃ (ক) শক্তিনির্ভেদ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

মেঘনাদবধ কাব্যের সপ্তম সর্গের নাম শক্তিনির্ভেদ ৷

সপ্তম সর্গঃ

  • ১. প্রমীলার মানসিক উৎকণ্ঠা।
  • ২. কৈলাসে শিব-পার্বতীর কথোপকথন।
  • ৩. বীরভদ্রকর্তৃক মেঘনাদের মৃতদেহ দর্শন এবং রাবণকে সংবাদ দান।
  • ৪. রাক্ষস বাহিনীর যুদ্ধ সজ্জা।
  • ৫. রাম ও বিভীষণের কথোপকথন।
  • ৬. রাজলক্ষ্মী কর্তৃক ইন্দ্রকে সংবাদ প্রদান এবং দেবতাদের যুদ্ধ সজ্জা।
  • ৭. মন্দোদরীর আগমন-রাবণের যুদ্ধ যাত্রা।
  • ৮. পৃথিবী দেবী ও নারায়ণের কথোপকথন।
  • ৯. যুদ্ধক্ষেত্রের অবস্থা-ইন্দ্র ও রামের কথোপকথন।
  • ১০. দেবতা, রাক্ষস ও বানরদের সংগ্রাম-যুদ্ধক্ষেত্র রাবণের প্রবেশ-যুদ্ধ- লক্ষ্মণের প্রতি শক্তিশেল নিক্ষেপ।

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top