মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় সর্গের নাম কি? [MCQ]

[Question] মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় সর্গের নাম কি?

(ক)অভিষেক
(খ)অশোকবন
(গ)অস্ত্রলাভ
(ঘ)শক্তিনির্ভেদ

উত্তরঃ (খ) অস্ত্রলাভ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় সর্গের নাম “অস্ত্রলাভ” ৷

দ্বিতীয় সর্গঃ

  • ১. ইন্দ্রের রাজসভায় কমলার আবির্ভাব এবং কৈলাসে মহাদেবের কাছে গমনের নির্দেশ।
  • ২. শচীদেবীসহ ইন্দ্রের কৈলাস গমন এবং উমার নিকট প্রার্থনা।
  • ৩. মদনকে সঙ্গে নিয়ে উমার মহাদেবের কাছে গমন।
  • ৪. উমা ও মহাদেবের মিলন-মদনের মাধ্যমে ইন্দ্রের প্রতি নির্দেশ দান।
  • ৫. মায়াদেবীর কাছে ইন্দ্রের আগমন ও অস্ত্রলাভ।
  • ৬. চিত্ররথের মাধ্যমে লক্ষ্মণকে অস্ত্রদান।

মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ ব্যাখ্যা

স্বর্গে দেবরাজ ইন্দ্র দেবসভায় বসে আছেন। সেখানে লক্ষ্মী উপস্থিত হয়ে বীরশূন্য লঙ্কার কথা বলে মেঘনাদের যুদ্ধযাত্রার সংবাদ জানালেন। রামের জন্য তিনি বিচলিত। মেঘনাদের যুদ্ধযাত্রায় ইন্দ্রও ভীত হলেন। তিনি নিজে কিছু করতে পারবেন না বলে মহাদেবের সহায়তা গ্রহণের কথা ভাবলেন। ইন্দ্র সূত্রী শচীকে সাথে নিয়ে মহাদেবের ত্রী উমাকে অনুরোধ জানানোর জন্য কৈলাসে গেলেন। অধর্মচারী রাক্ষসদের বিনাশ করে সীতা উদ্ধার ও রামের রক্ষার জন্য উমা সম্মত হলেন। তবে রাক্ষসরা মহাদেবের অনুগৃহীত বলে মহাদেবের কাছ থেকে রাক্ষসধ্বংসের উপায় জানতে হবে। মদনদেবের ফুলশরের সহায়তায় ধ্যানমগ্ন মহাদেবের ধ্যান ভাঙিয়ে উমা তাঁর সামনে দাঁড়ালেন। বিচলিত মহাদেব উমার আগমনের কারণ জানেন। তিনি রাক্ষসরা নিজ দোষে ধ্বংসের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন। রাক্ষসহত্যার জন্য মায়াদেবীর সাহায্যে দৈবঅত্র রামলক্ষ্মণের কাছে পাঠানোর ব্যবস্থা হল। মহাদেব মেঘনাদ হত্যার সম্ভাব্যতার কথাও জানালেন।

মহাদেবের নির্দেশে কামদেব ইন্দ্রসহ মায়দেবীর কাছে গেলেন। দৈবঅত্র থেকে মেঘনাদ হত্যার প্রয়োজনীয় অস্ত্র দেখানো হল। ইন্দ্র অত্র সংগ্রহ করে ফিরে এসে চিত্ররথকে অস্ত্রসহ লক্ষ্মণের কাছে যাওয়ার নির্দেশ দিলেন। মায়াদেবী মায়া বিস্তার করে সাহায্য করলেন। রাক্ষসরা যাতে দেবতাদের এই উদ্যোগ দেখতে না পায় সেজন্য ইন্দ্র মেঘে আচ্ছাদিত করে ঝড়ের সৃষ্টি করলেন। ঝড়ের ভয়ে রাক্ষসেরা ঘরে আশ্রয় নিলে চিত্ররথ দেবঅস্ত্র নিয়ে রামের শিবিরে গেলেন। রামের জিজ্ঞাসার জবাবে চিত্ররথ জানালেন যে, দেবতারা মেঘনাদের হত্যার জন্য এই সাহায্য করছেন, রাম এতে খুশি হলেন। চিত্ররথ স্বর্গে চলে গেলেন। ঝড় থেমে গেলে রাক্ষসেরা বেরিয়ে এল।

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top