[Question] মেঘনাদবধ কাব্যের চতুর্থ সর্গের নাম কি?
(ক) | সমাগম |
(খ) | অশোকবন |
(গ) | অস্ত্রলাভ |
(ঘ) | শক্তিনির্ভেদ |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
মেঘনাদবধ কাব্যের চতুর্থ সর্গের নাম অশোকবন ৷
চতুর্থ সর্গঃ
- ১. কবি কর্তৃক বাল্মীকি বন্দনা।
- ২. লঙ্কাপুরীর সুখী পরিবেশ।
- ৩. অশোক বনে সীতা-সরমার কথোপকথন।
- ৪. সীতার স্বপ্ন বর্ণনা।
আরও পড়ুনঃ