[Question] সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখক কে?
(ক) | অন্নদাশঙ্কর রায় |
(খ) | আবু ইসহাক |
(গ) | মানিক বন্দ্যোপাধ্যায় |
(ঘ) | জহির রায়হান |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখক আবু ইসহাক ৷ উভয় বাংলার অল্পক’টি সার্থক উপন্যাসের মধ্যে সূর্য-দীঘল বাড়ী একটি। অনূদিত হয়ে বইটি বিভিন্ন বিদেশী ভাষায় প্রকাশিত হয়েছে। সূর্য-দীঘল বাড়ী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ছ’টি আন্তর্জাতিক এবং বিভিন্ন বিভানে ন’টি জাতীয় পুরস্কার লাভ কৰে। তাঁর ছোট গল্পগ্রন্থ ‘মহাপতঙ্গ’ গ্রন্থের ‘The Dragonfly’ (মহাপতঙ্গ) গল্প অবলম্বনে রচিত চিত্রনাট্য সুইজ্যারল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। ‘হারেম’ নামে তাঁর প্রথম ছোটগল্প-গ্রন্থটির তৃতীয় মুদ্রণ ১৯৮৭ সালে প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম মুদ্রিত গল্প ‘অভিশাপ’ প্রকাশিত হয় ১৯৪০ সালে কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ (কলকাতা) পত্রিকায়।
-
সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখক কে?
উত্তরঃ সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখক হলেন আবু ইসহাক ৷
-
সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক হলেন শেখ নিয়ামত শাকের ৷
-
সূর্য দীঘল বাড়ি অর্থ কি?
উত্তরঃ সূর্য–দীঘল মানে সূর্যের দিকে লম্বালম্বি। অর্থাৎ গ্রামের যে বাড়িটি পুব-পশ্চিম লম্বালম্বি করে বানানো হয় তাকে সূর্য দীঘল বাড়ি বলা হয় ৷
Also Read More:—