আমি কিংবদন্তির কথা বলছি কার লেখা? [MCQ]

[Question] আমি কিংবদন্তির কথা বলছি কার লেখা?

(ক)আবু জাফর ওবায়দুল্লাহ
(খ)আল মাহমুদ
(গ)শামসুর রাহমান
(ঘ)আবুল ফজল

উত্তরঃ (ক) আবু জাফর ওবায়দুল্লাহ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ এর লেখা ৷ আবু জাফর ওবায়দুল্লাহর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে। গ্রন্থটিতে ৩৯টি কবিতা স্থান পেয়েছে। বাঙালি জাতিসত্তার মৃত্তিকামূলে শিকড় সঞ্চার করে এ কাব্যগ্রন্থে কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। এই কাব্যগ্রন্থের নাম কবিতায় আছে : ‘আমি কিংবদন্তীর কথা বলছি / আমি আমার পূর্বপুরুষের কথা বলছি / তার বুকে রক্তজবার মতো ক্ষত ছিল-‘।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top