[Question] আমি কিংবদন্তির কথা বলছি কার লেখা?
(ক) | আবু জাফর ওবায়দুল্লাহ |
(খ) | আল মাহমুদ |
(গ) | শামসুর রাহমান |
(ঘ) | আবুল ফজল |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ এর লেখা ৷ আবু জাফর ওবায়দুল্লাহর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে। গ্রন্থটিতে ৩৯টি কবিতা স্থান পেয়েছে। বাঙালি জাতিসত্তার মৃত্তিকামূলে শিকড় সঞ্চার করে এ কাব্যগ্রন্থে কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। এই কাব্যগ্রন্থের নাম কবিতায় আছে : ‘আমি কিংবদন্তীর কথা বলছি / আমি আমার পূর্বপুরুষের কথা বলছি / তার বুকে রক্তজবার মতো ক্ষত ছিল-‘।
Also Read More:—