কখনো রং কখনো সুর কাব্যগ্রন্থটি কার লেখা? [MCQ]

[Question] কখনো রং কখনো সুর কাব্যগ্রন্থটি কার লেখা?

(ক)আবু জাফর ওবায়দুল্লাহ
(খ)আল মাহমুদ
(গ)শামসুর রাহমান
(ঘ)আবুল ফজল

উত্তরঃ (ক) আবু জাফর ওবায়দুল্লাহ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

কখনো রং কখনো সুর কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ এর লেখা ৷

কিংবদন্তীর কবি ছিলেন তিনি। শৈল্পিক ও লোকজীবনের হৃদয়ছোঁয়া সাবলীল কথকতা বিশিষ্ট ও স্বতন্ত্র করেছে তাঁকে। নিজস্ব, অননুকরণীয় কাব্যভাষা ছিল তাঁর সহজাত, অন্বিষ্ট ছিল লোক-বাংলার সহজ সরল মানুষের মুক্তি ও প্রগতি। স্বতন্ত্র কণ্ঠের এই কবি আবু জাফর ওবায়দুল্লাহর জন্ম ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি। মৃত্যু ১৯ মার্চ ২০০১। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ছিলেন দারুণ মেধাবী ছাত্র। জাতির সেবা করেছেন দক্ষ ও সুযোগ্য প্রশাসক হিসেবে। পালন করেছেন সচিব, রাষ্ট্রদূত, মন্ত্রীর গুরুদায়িত্ব। জাতিসংঘের বিশ্ব খাদ্য এবং কৃষি সংস্থার আন্তর্জাতিক সহকারী মহাসচিব পদেও বৃত ছিলেন।

অসামান্য সৌন্দর্যতৃষ্ণা, রুচিস্নিগ্ধ মনন, ঐতিহ্যপ্রীতি, তীক্ষ্ণ গভীর সাহিত্যবোধ ছিল তাঁর প্রিয়, স্বপ্ন ও আরাধ্য। লোকজ ঐতিহ্যকে স্বভাবসুলভ পারঙ্গমতায় আত্মস্থ করে তিনি পরিবেশন করেছেন আধুনিকতার সংমিশ্রণে। নিপুণ শৈলীতে নান্দনিকতায় সুরভিত সুষমায় কাব্যগাথায় উপস্থাপন করেছেন। সরল, নিরাভরণ কিন্তু আশ্চর্য স্বাদু তাঁর কাব্যনির্মিতি ও কুশলতা, যা সহজেই মন ছুঁয়ে যায় পাঠকের। আত্মানুসন্ধানে, জীবন জিজ্ঞাসায় ব্যাপৃত সাধনামগ্ন ছিলেন এই কৃতী কবিপুরুষ। তাঁর কবিতা নদীর স্রোতের মত স্বচ্ছন্দে প্রবহমান, তাঁর কবিতা মন্ত্রের মত শুদ্ধ ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top