পরিত্যক্ত স্বামী কার লেখা? [MCQ]

[Question] পরিত্যক্ত স্বামী কার লেখা?

(ক)আবু জাফর ওবায়দুল্লাহ
(খ)আবু জাফর শামসুদ্দীন
(গ)শামসুর রাহমান
(ঘ)আবুল ফজল

উত্তরঃ (খ) আবু জাফর শামসুদ্দীন


সংক্ষেপে ব্যাখ্যাঃ

পরিত্যক্ত স্বামী আবু জাফর শামসুদ্দীনের লেখা

আবু জাফর শামসুদ্দীনের প্রথম উপন্যাসের নাম ‘পরিত্যক্ত স্বামী’ (১৯৪৭)। এটি তাঁর প্রকাশিত প্রথমগ্রন্থও। তাঁর রচিত অন্যান্য উপন্যাসের নাম হলো: ভাওয়ালগড়ের উপাখ্যান (১৯৬৩), পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), সংকর সংকীর্তন (১৯৮০), দেয়াল (১৯৮৫)। তাঁর রচিত গল্পগ্রন্থগুলোর নাম হলো ‘জীবন’ (১৯৪৮), ‘রাজেনঠাকুরের তীর্থযাত্রা’ (১৯৭৮), ‘ল্যাংড়ী’ (১৯৮৪), ‘নির্বাচিত গল্প’ (১৯৮৮)। তাঁর রচিত প্রবন্ধগ্রন্থগুলোর নাম হলো ‘চিন্তার বিবর্তন ও পূর্বপাকিস্তানী সাহিত্য’ (১৯৬৪), ‘সোচ্চার উচ্চারণ’ (১৯৭৭), ‘লোকায়ত সমাজ ও বাঙালী সংস্কৃতি’ (১৯৮৮)। তার লেখা যে উপন্যাস তিনটিকে ‘ত্রয়ী উপন্যাস’ বলে তাহলো ‘ভাওয়ালগড়ের উপাখ্যান’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘সংকর সংকীর্তন’।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top