[Question] প্রথম যৌবন কার লেখা?
(ক) | আবু ইসহাক |
(খ) | আবু রুশদ |
(গ) | আবু জাফর ওবায়দুল্লাহ |
(ঘ) | আবু জাফর শামসুদ্দীন |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
প্রথম যৌবন আবু রুশদ এর লেখা ৷ প্রথম যৌবন গল্পগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয় ৷
লেখকের রচিত প্রধান গ্রন্থগুলোর নাম হলোঃ
গল্পগ্রন্থ: ‘প্রথম যৌবন’ (১৯৪৮), ‘ডোবা হলো দীঘি’ (১৯৬০), ‘শাড়ি বাড়ি গাড়ি’ (১৯৬১), ‘মহেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার’ (১৯৮২), ‘বিয়োগ ব্যথা’ (১৯৯৬);
উপন্যাস: ‘এলোমেলো’ (১৯৪৬), ‘সামনে নূতন দিন’ (১৯৫১), ‘নোঙর’ (১৯৬৩), ‘স্থগিত দ্বীপ’ (১৯৭৪)।
Also Read More:—