[Question] নীলদর্পণ কত সালে প্রকাশিত হয়?
(ক) | ১৮৬৭ সালে |
(খ) | ১৮৬০ সালে |
(গ) | ১৮৫৭ সালে |
(ঘ) | ১৮৫৮ সালে |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
নীলদর্পণ ১৮৬০ সালে প্রকাশিত হয় ৷ এটি একটি সামাজিক নাটক ৷
- নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র ৷
- দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীলদর্পণ ৷
- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ মাইকেল মধুসূদন দত্ত করেন ৷
- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক রেভারেন্ড জেমস লঙ ছিলেন ৷
আরও পড়ুনঃ