ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয়? [MCQ]

[Question] ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয়?

(ক)১৯২০ সালে
(খ)১৯২৩ সালে
(গ)১৯২৫ সালে
(ঘ)১৯২৭ সালে

উত্তরঃ (খ) ১৯২৩ সালে ৷


সংক্ষেপে ব্যাখ্যাঃ

ময়মনসিংহ গীতিকা ১৯২৩ সালে প্রকাশিত হয়

দীনেশচন্দ্র সেন সংকলিত মৈমনসিংহ-গীতিকা গ্রন্থটি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় ১৯২৩ খ্রিস্টাব্দে। তিনি পূর্ব্ববঙ্গ-গীতিকার যে চারটি খণ্ড সংকলন ও সম্পাদনা করেন এ গ্রন্থ তারই প্রথম খণ্ড। এখানে উল্লেখ্য যে, পূর্ব্ববঙ্গ-গীতিকার চারটি খণ্ডেরই ইংরেজি ভাষ্য তিনি Eastern Bengal Ballads নামে একই সঙ্গে প্রকাশ করেন। মৈমনসিংহ-গীতিকার ইংরেজি ভাষ্যটি Eastern Bengal Ballads Vol 1 Part 1 নামে ১৯২৩ সালেই প্রকাশিত হয়। পূর্ব্ববঙ্গ- গীতিকার চার খণ্ডে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মোট ঊনচল্লিশটি গীতিকা সংকলিত হয়েছে। এর মধ্যে দশটি গীতিকা নিয়ে বের হয়েছে মৈমনসিংহ-গীতিকা। এ গ্রন্থের অধিকাংশ গাথাই কাব্যগুণ ও শিল্পধর্মের দিক থেকে অন্য গাথাগুলির চেয়ে উৎকৃষ্ট। সে-কারণে এ খণ্ডটিই পাঠক, সমালোচক ও শিল্পরসিকদের কাছে অধিকমাত্রায় আদৃত। বাংলা সাহিত্যের উচ্চতর শিক্ষার পাঠক্রমেও তাই এ গ্রন্থের গাথাগুলিই স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে।

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top