[Question] নেকড়ে অরণ্য কোন ধরনের উপন্যাস?
(ক) | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস |
(খ) | ঐতিহাসিক উপন্যাস |
(গ) | প্রেমের উপন্যাস |
(ঘ) | মহাকাব্যিক উপন্যাস |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
“নেকড়ে অরণ্য” শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাসগুলো হলোঃ
- “১৯৭১” হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “আগুনের পরশমণি” হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “একটি কালো মেয়ের কথা” তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “দুই সৈনিক” শওকত ওসমান রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “জাহান্নম হইতে বিদায়” শওকত ওসমান রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- “যাত্রা” শওকত আলী রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
- জোছনা ও জননীর গল্প হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ নির্ভর ঐতিহাসিক উপন্যাস ৷
আরও পড়ুনঃ