নেকড়ে অরণ্য কোন ধরনের উপন্যাস? [MCQ]

[Question] নেকড়ে অরণ্য কোন ধরনের উপন্যাস?

(ক)মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
(খ)ঐতিহাসিক উপন্যাস
(গ)প্রেমের উপন্যাস
(ঘ)মহাকাব্যিক উপন্যাস

উত্তরঃ (ক) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস


সংক্ষেপে ব্যাখ্যাঃ

“নেকড়ে অরণ্য” শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাসগুলো হলোঃ

  • “১৯৭১” হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
  • “আগুনের পরশমণি” হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
  • “একটি কালো মেয়ের কথা” তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
  • “দুই সৈনিক” শওকত ওসমান রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
  • “জাহান্নম হইতে বিদায়” শওকত ওসমান রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
  • “যাত্রা” শওকত আলী রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷
  • জোছনা ও জননীর গল্প হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ নির্ভর ঐতিহাসিক উপন্যাস ৷

আরও পড়ুনঃ

5/5(2 votes)
Scroll to Top