তিব্বতি ভাষায় চর্যাপদ এর অনুবাদক? [MCQ]

[Question] তিব্বতি ভাষায় চর্যাপদ এর অনুবাদক?

(ক)কীর্তিচন্দ্ৰ
(খ)প্রবোধচন্দ্র বাগচী
(গ)হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ)মুনিদত্ত

উত্তরঃ (ক) কীর্তিচন্দ্ৰ


Explanation: তিব্বতি ভাষায় চর্যাপদ এর অনুবাদক হলেন কীর্তিচন্দ্ৰ ৷ তিনি কীর্তি চন্দ্র বন্দোপাধ্যায় নামেও পরিচিত ৷ তিনি ছিলেন একজন প্রখ্যাত পণ্ডিত এবং অনুবাদক, যিনি চর্যাপদ সহ বৌদ্ধ গ্রন্থগুলিকে তিব্বতি ভাষায় অনুবাদ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top