রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? [MCQ]

[Question] রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে?

(ক)কৃত্তিবাস ওঝা
(খ)কাশীরাম দাস
(গ)চন্দ্রাবতী
(ঘ)বাল্মীকি

উত্তরঃ (ক) কৃত্তিবাস ওঝা


Explanation: রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা ৷ কৃত্তিবাস ওঝা ছিলেন একজন মধ্যযুগীয় বাঙালি কবি এবং পণ্ডিত ৷ তিনি বিশেষ করে বিখ্যাত ছিলেন বাংলায় মহাভারত অনুবাদের জন্য ৷ তার অনুবাদকৃত গ্রন্থটি “কৃত্তিবাসী রামায়ণ” নামে পরিচিত ৷ এটি বাংলা ভাষায় মহাকাব্যের অন্যতম বিখ্যাত সংস্করণ। তার এ অনুবাদ বাংলাভাষী শ্রোতাদের মধ্যে কালজয়ী জনপ্রিয়তা অর্জন করে ৷

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top