শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক কে? [MCQ]

[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক কে?

(ক)বড়ৃ চন্ডীদাস
(খ)বসন্তরঞ্জন
(গ)ব্রজসুন্দর সান্ন্যাস
(ঘ)ত্রৈলোক্য আচর্য

উত্তরঃ (খ) বসন্তরঞ্জন


Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক হলেন বসন্তরঞ্জন ৷

  1. শ্রীকৃষ্ণকীর্তন এর মোট পদ সংখ্যা কটি?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন এর মোট পদ সংখ্যা ৪১৮টি ৷

  2. শ্রীকৃষ্ণকীর্তনে মোট খন্ডিত পদের সংখ্যা কত?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তনে মোট খন্ডিত পদের সংখ্যা ৩টি ৷

  3. শ্রীকৃষ্ণকীর্তনে খন্ডিত পদ ছাড়া সম্পূর্ণ পদ সংখ্যা কটি?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তনে খন্ডিত পদ ছাড়া সম্পূর্ণ পদ সংখ্যা ৪১৫টি ৷

  4. শ্রীকৃষ্ণকীর্তন কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে প্রকাশিত হয়?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন ১৯১৬ খ্রিস্টাব্দে এবং বসন্তরঞ্জন রায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ৷

  5. শ্রীকৃষ্ণকীর্তন এর সংস্কৃত শ্লোক কয়টি?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন এর সংস্কৃত শ্লোক ১৬১টি ৷ এরমধ্যে পুনরাবৃত্ত লোকের সংখ্যা ২৮টি এবং এবং পুনরাবৃত্ত শ্লোকের সংখ্যা বাদ দিয়ে মোট শ্লোক সংখ্যা ১৩৩টি ৷

  6. শ্রীকৃষ্ণকীর্তন পুথিটি কোথায় রক্ষিত ছিল?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন পুথিটি বনবিষ্ণুপুরের রাজ গ্রন্থাগারে রক্ষিত ছিল ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top