[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট পদের সংখ্যা কটি?
(ক) | ৩১৮ |
(খ) | ৪১৮ |
(গ) | ৫১৮ |
(ঘ) | ২১৮ |
Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট পদের সংখ্যা ৪১৮টি ৷
-
শ্রীকৃষ্ণকীর্তনে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা কতটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তনে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা-১৬১ টি ৷
মৌলিক শ্লোক ১৩৩ টি। ২৮ টি শ্লোক পূনর্ব্যবহার হয়েছে। -
শ্রীকৃষ্ণকীর্তনে বড়ুচন্ডীদাস ভনিতা রয়েছে কতটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তনে বড়ুচন্ডীদাস ভনিতা রয়েছে–298 বার ৷
চন্ডীদাস ভনিতা আছে-107 বার, অনন্তবড়ুচন্ডীদাসআছে–7 বার ৷ -
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাগরাগিণীর সংখ্যা কত?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাগরাগিণীর সংখ্যা আছে ৩২ টি ৷
-
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী কোথা থেকে সংগ্রহ করা?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী ভাগবত থেকে সংগ্রহ করা ৷
-
কোন খন্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করে?
উত্তরঃ যমুনা খন্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করে ৷
-
রাখালদাসের মতে শ্রীকৃষ্ণকীর্তন এর পুঁথিতে কয় ধরনের হস্থাক্ষর আছে?
উত্তরঃ রাখালদাসের মতে শ্রীকৃষ্ণকীর্তন এর পুঁথিতে তিন ধরনের হস্থাক্ষর আছে।
-
শ্রীকৃষ্ণকীর্তন এর অন্য নাম কী?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন এর অন্য নাম শ্রীকৃষ্ণসন্দর্ব্ব বা শ্রীকৃষ্ণসন্দর্ভ ৷
Related Questions: