শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট পদের সংখ্যা কটি? [MCQ]

[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট পদের সংখ্যা কটি?

(ক)৩১৮
(খ)৪১৮
(গ)৫১৮
(ঘ)২১৮

উত্তরঃ (খ) ৪১৮


Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট পদের সংখ্যা ৪১৮টি ৷

  1. শ্রীকৃষ্ণকীর্তনে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা কতটি?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তনে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা-১৬১ টি ৷
        মৌলিক শ্লোক ১৩৩ টি। ২৮ টি শ্লোক পূনর্ব্যবহার হয়েছে। 

  2. শ্রীকৃষ্ণকীর্তনে বড়ুচন্ডীদাস ভনিতা রয়েছে কতটি?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তনে বড়ুচন্ডীদাস ভনিতা রয়েছে–298 বার ৷
    চন্ডীদাস ভনিতা আছে-107 বার, অনন্তবড়ুচন্ডীদাসআছে–7 বার ৷

  3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাগরাগিণীর সংখ্যা কত?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাগরাগিণীর সংখ্যা  আছে ৩২ টি ৷

  4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী কোথা থেকে সংগ্রহ করা?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী ভাগবত থেকে সংগ্রহ করা ৷

  5. কোন খন্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করে?

    উত্তরঃ যমুনা খন্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করে ৷

  6. রাখালদাসের মতে শ্রীকৃষ্ণকীর্তন এর পুঁথিতে কয় ধরনের হস্থাক্ষর আছে?

    উত্তরঃ রাখালদাসের মতে শ্রীকৃষ্ণকীর্তন এর পুঁথিতে তিন ধরনের হস্থাক্ষর আছে।

  7. শ্রীকৃষ্ণকীর্তন এর অন্য নাম কী?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন এর অন্য নাম শ্রীকৃষ্ণসন্দর্ব্ব বা শ্রীকৃষ্ণসন্দর্ভ ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top