[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম কি?
(ক) | জন্মখণ্ড |
(খ) | রাধাবিরহ |
(গ) | নৌকাখণ্ড |
(ঘ) | দানখণ্ড |
Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম রাধাবিরহ ৷
-
কোন খন্ডের অপর নাম বস্ত্রহরণ খন্ড?
উত্তরঃ যমুনা খন্ডের অপর নাম বস্ত্রহরণ খন্ড ৷
-
শ্রীকৃষ্ণকীর্তন কোন শতাব্দীতে রচিত?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন পঞ্চদশ শতকে রচিত ৷
-
কার মতে শ্রীকৃষ্ণকীর্তন এর নাম রাখা যেন “কানা ছেলের নাম পদ্মলোচন”?
উত্তরঃ বিমানবিহারী মজুমদার এর মতে শ্রীকৃষ্ণকীর্তন এর নাম রাখা যেন “কানা ছেলের নাম পদ্মলোচন”।
-
শ্রীকৃষ্ণকীর্তনের কয়টি খন্ড?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তনের তেরোটি খন্ড ৷
-
শ্রীকৃষ্ণকীর্তনকে কে নাট্য গীতিকাব্য বলেছেন?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তনকে সুকুমার সেন নাট্য গীতিকাব্য বলেছেন ৷
Related Questions: