শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র কতটি? [MCQ]

[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র কতটি?

(ক)২টি
(খ)৩টি
(গ)৪টি
(ঘ)৫টি

উত্তরঃ (খ) ৩টি


Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র ৩টি ৷ তা হলো রাধা, কৃষ্ণ ও বড়ায়ি।

  1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ১৯০৯ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ৷

  2. শ্রীকৃষ্ণকীর্তন নামটি কার দেওয়া?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন নামটি বসন্তরঞ্জন রায় এর দেওয়া ৷

  3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার বাড়ি থেকে পাওয়া যায়?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য শ্রীদেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বাড়ি থেকে পাওয়া যায় ৷

  4. বড়ু চন্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন বা সেবক ছিলেন?

    উত্তরঃ বড়ু চন্ডীদাস বাসুলি দেবতার ভক্ত ছিলেন বা সেবক ছিলেন ৷

  5. শ্রীকৃষ্ণকীর্তন এর ভাষা কোন যুগের?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন এর ভাষা আদি মধ্যযুগের ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top