বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? [MCQ]

[Question] বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?

(ক)কথোপকথন
(খ)লিপিমালা
(গ)প্রবোধ চন্দ্রিকা
(ঘ)রাজ্য প্রতাপাদিত্য চরিত্র

উত্তরঃ (ক) কথোপকথন


Explanation: বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন ৷ “কথোপকথন” গ্রন্থটি উইলিয়ম কেরি এর লেখা ৷

উইলিয়াম কেরি মিশনারি ও বাংলায় পাঠ্য গদ্য বইয়ের প্রবর্তক উইলিয়াম কেরি। তিনি ১৭৬১ সালের ১৭ আগস্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি টমাস জোনসের কাছ থেকে গ্রিক ও লাতিন ভাষা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করেন। ১৭৯৩ সালে তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসেন। কলকাতায় এসে কেরি রামরাম বসুকে মুনশির পদে নিযুক্ত করেন এবং তাঁর কাছ থেকে বাংলা ভাষা শেখেন। ১৭৯৪ সালে মালদহে মদনবাটি নীলকুঠির তত্ত্বাবধায়ক নিযুক্ত হন তিনি। এখানে আসার পরই স্থানীয় কৃষক প্রজাদের লেখাপড়ার জন্য বিদ্যালয় স্থাপন করেন।

১৭৯৭ সালে বই ছাপার উদ্দেশ্যে দেশি হরফ তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন কেরি। এ সময়েই চার্লস উইলকিন্সের শিষ্য পঞ্চানন কর্মকারের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। নীলকুঠি বন্ধ হয়ে গেলে কুঠির মালিক উডনির কাছ থেকে খিদিরপুর গ্রাম কেনেন এবং স্থায়ীভাবে সেখানে বসবাস করতে থাকেন। ১৮০০ সালে তিনি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। পরে পঞ্চানন কর্মকারের মিশন প্রেসে যোগ দেন কেরি। এখান থেকেই সবার প্রচেষ্টায় ১৮০০ সালে ‘ম্যাথুরচিত সমাচার’-এর প্রথম পাতা বাংলা ভাষায় মুদ্রিত হয়। ওই বছরের আগস্ট মাসে ‘মিশন সমাচার’ মুদ্রিত হয়। এটিই শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ।

১৮০১ সালে কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন এবং ৩০ বছর এখানে অধ্যাপনা করেন। ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য পাঠ্য বই তৈরির কাজ করেন। নিজে ‘কথোপকথন’, ‘ইতিহাসমালা’ এই দুটি বই রচনা করেন। তাঁর নেতৃত্বে শ্রীরামপুর থেকে প্রায় ৪০টি ভাষা ও উপভাষা খ্রিস্টধর্মীয় বইয়ের অনুবাদ প্রকাশিত হয়। মারাঠা, সংস্কৃত, পাঞ্জাবি ও তেলিঙ্গা ভাষার ব্যাকরণ রচনা ও ভারতীয় অন্যান্য ভাষার হরফ তৈরি এবং এ দেশীয় কৃষ্টি, ভূবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা নিয়ে গবেষণার জন্য তিনি অমর হয়ে আছেন। ১৮২৩ সালে ‘এগ্রি-হর্টিকালচারাল সোসাইটি’ প্রতিষ্ঠা করা তাঁর একটি উল্লেখযোগ্য অবদান। তাঁর রচিত প্রায় অর্ধশত বই রয়েছে। উল্লেখযোগ্য হলো-নিউ টেস্টামেন্ট, বাংলা ব্যাকরণ, ওল্ড টেস্টামেন্ট, বাংলা-ইংরেজি অভিধান ইত্যাদি। ১৮৩৪ সালের ৯ জুন উইলিয়াম কেরি মৃত্যুবরণ করেন।

“কথোপকথন” গ্রন্থটি কার লেখা?

উত্তরঃ “কথোপকথন” গ্রন্থটি উইলিয়ম কেরি এর লেখা ৷

উইলিয়াম কেরি এর উল্লেখ যোগ্য দুটি গ্রন্থ কি কি?

উত্তরঃ উইলিয়াম কেরি এর উল্লেখ যোগ্য দুটি গ্রন্থ কথোপকথন এবং ইতিহাসমালা ৷

কথোপকথন কত সালে প্রকাশিত হয়?

উত্তরঃ কথোপকথন ১৮০১ সালে প্রকাশিত হয় ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top