কবর কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? [MCQ]

[Question] কবর কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?

(ক)ধূমকেতু
(খ)কল্লোল
(গ)কালি ও কলম
(ঘ)তত্ত্ববোধিনী পত্রিকা

উত্তরঃ (খ) কল্লোল


Explanation: কবর কবিতা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় ৷

  • ‘কবর’ কবিতাটির রচয়িতা জসীমউদ্দীন ৷
  • কবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ ৷
  • জসিম উদ্দিনের ‘কবর’ কবিতাটি রাখালি কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে
  • জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার দাদু শাপলার হাটে তরমুজ বিক্রি করতেন
  • ‘কবর’ কবিতায় ১১৮ টি পঙক্তি রয়েছে
  1. কবর কবিতার লেখক কে?

  2. কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

    উত্তরঃ কবর কবিতা রাখালী কাব্যগ্রন্থের অন্তর্গত ৷

  3. ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?

    উত্তরঃ ‘কবর’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত

  4. কবর কবিতা কত লাইন?

    উত্তরঃ কবর কবিতা ১১৮ লাইন ৷

  5. কবর কবিতায় কত জনের মৃত্যুর কথা বলা হয়েছে?

    উত্তরঃ কবর কবিতায় মোট পাঁচ জনের মৃত্যুর কথা বলা হয়েছে ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top