[Question] বাংলাদেশের জাতীয় সংগীত কে লিখেছেন?
(ক) | রবীন্দ্রনাথ ঠাকুর |
(খ) | নজরুল ইসলাম |
(গ) | সুকুমার রায় |
(ঘ) | আবদুল গাফফার চৌধুরী |
Explanation: বাংলাদেশের জাতীয় সংগীত লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ৷
-
বাংলাদেশের জাতীয় সংগীতের মূল সূরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি কে?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীতের মূল সূরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি হলেন গগন হরকরা।
-
বাংলাদেশের জাতীয় সংগীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীত বাউল সুরের অনুপ্রেরণায় রচিত ৷
-
বাংলাদেশের জাতীয় সংগীতেউত্তরঃ কোন বিষয়টি প্রধান ভাবে আছে?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীতে যে বিষয়টি প্রধান ভাবে আছে তা হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ৷
-
বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয় বাংলা কত সনে?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয় বাংলা ১৩১২ সনে ৷
Related Questions: