[Question] বাংলাদেশের জাতীয় সংগীত কত লাইন?
(ক) | ৮ লাইন |
(খ) | ১০ লাইন |
(গ) | ১২ লাইন |
(ঘ) | ১৪ লাইন |
Explanation: বাংলাদেশের জাতীয় সংগীত ১০ লাইন ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২৫ লাইনের এই গানের ১০ লাইনকে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
-
উৎসব অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
উত্তরঃ উৎসব অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম চার চরণ বাজানো হয় ৷
-
বাংলাদেশের জাতীয় সংগীতে কোন দিকটি ফুটে উটেছে?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উটেছে ৷
-
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ৷
-
বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজীতে অনুবাদ করেন কে?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজীতে অনুবাদ করেন সৈয়দ আল আহসান ৷
Related Questions: