কি খেলে বুধার মগজ ভরে? [MCQ]Published: April 16, 2024Last Updated: April 16, 2024 [Question] কি খেলে বুধার মগজ ভরে? (ক)রোদ(খ)বাতাস(গ)জোছনা(ঘ)পানি সঠিক উত্তরঃ- উত্তরঃ (খ) বাতাস ৷ Explanation: বাতাস খেলে বুধার মগজ ভরে ৷ ফুলকলি বুধাকে কী বলে ডাকে? [MCQ] নিজের বোঝা নিজে বইব বুধার এ বক্তব্যে কী ফুটে উঠেছে? [MCQ] ‘সেদিনের ছোঁড়া, ঢঙ কত।’- উক্তিটি কার? [MCQ] চোখ লাল হলে বুধার ভিতর কী জাগে? [MCQ] বুধার কয় ভাই বোন ছিল? [MCQ] বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন? [MCQ] তোমার সামনে খারাপ দিন আছে বুধা—উক্তিটি কার? [MCQ] বুধাকে রেকি করার কাজ কে দিয়েছিল? [MCQ] সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকার কারণ- [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে সোনার ঘর বলতে কী বোঝানো হয়েছে? [MCQ] বুধা স্কুলের স্মৃতি মনে করতে চায় না কেন? [MCQ] ওরা সে চোখের ভাষা বুঝতে পারে না- বুধার চোখের ভাষায় আসলে কী ছিল? [MCQ] বুধার চাচাতো ভাই-বোনের সংখ্যা কত জন? [MCQ] মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন? [MCQ] মশাল বানানোর কাজে ব্যবহৃত কেরোসিন বুধাকে কে দিয়েছিল? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি? [MCQ] ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার পেছনে কাজ করেছে কোনটি? [MCQ] মাটি কাটার দলে বুধাকে কে নিয়েছিল? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে ছবি আকার মানুষ কে? [MCQ] বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন কে দিয়েছে? [MCQ] Related Questions: জসীমউদ্দীনের উপন্যাস কয়টি [MCQ] চৌচির কার লেখা? [MCQ] রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোটগল্প কোনটি? [MCQ] পরিত্যক্ত স্বামী কার লেখা? [MCQ] যাচ্ছি রে কাকতাড়ুয়া উক্তিটি কার? [MCQ] লালসালু কোন ধরনের উপন্যাস [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে বুধা সম্পর্কে MCQ(৯ম-১০ম শ্রেণির বাংলা ১মপত্র) অপরাজিতা কার লেখা? [MCQ] লালসালু উপন্যাসের রচয়িতা কে? [MCQ] লালসালু উপন্যাসের লেখক কে [MCQ] 5/5(3 votes)