কি খেলে বুধার মগজ ভরে? [MCQ]Published: April 16, 2024Last Updated: April 16, 2024 [Question] কি খেলে বুধার মগজ ভরে? (ক)রোদ(খ)বাতাস(গ)জোছনা(ঘ)পানি সঠিক উত্তরঃ- উত্তরঃ (খ) বাতাস ৷ Explanation: বাতাস খেলে বুধার মগজ ভরে ৷ তিনকুলে আপন হিসেবে বুধার কয়জন আছে? [MCQ] কে বুধাকে জয় বাংলা বলে ডাকে? [MCQ] কি খেলে বুধার মগজ ভরে? [MCQ] বুধা বুকের ভিতর কি ধরে রেখেছে? [MCQ] ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা চরিত্রটির দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন— [MCQ] বুধার মতে রাতের বেলা সেপাইগুলো বাঙ্কারে শুয়ে কী দেখবে? [MCQ] বুধা কিসে বুক উজাড় করে দেয়? [MCQ] বুধা কাকে স্যালুট করে? [MCQ] ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার পেছনে কাজ করেছে কোনটি? [MCQ] ফুলকলি বুধাকে কী বলে ডাকে? [MCQ] বুধার হাসিতে কিসের ফুল ফোটে? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর(পরিক্ষায় আসা) বুধা স্কুলের স্মৃতি মনে করতে চায় না কেন? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কি? [MCQ] নোলক বুয়া বুধাকে কী নামে ডাকে? [MCQ] মাটি কাটার দলে বুধাকে কে নিয়েছিল? [MCQ] কাদের চেহারা বুধার বুকের মধ্যে গেঁথে রয়েছে? [MCQ] কে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি? [MCQ] বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়? [MCQ] বুধাকে হরিকাকু কি নামে ডাকত? [MCQ] Related Questions: দেনা পাওনা উপন্যাসের রচয়িতা কে? [MCQ] সূর্য দীঘল বাড়ি কার লেখা? [MCQ] নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? [MCQ] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস কয়টি [MCQ] কপালকুণ্ডলা কত সালে প্রকাশিত হয়? [MCQ] war and peace উপন্যাসের রচয়িতা কে? [MCQ] কর্ণফুলী উপন্যাসের রচয়িতা কে? [MCQ] বেদের মেয়ে উপন্যাসের রচয়িতা কে? [MCQ] মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস কোনটি [MCQ] পথের পাঁচালী কার লেখা? [MCQ] 5/5(3 votes)