কি খেলে বুধার মগজ ভরে? [MCQ]Published: April 16, 2024Last Updated: April 16, 2024 [Question] কি খেলে বুধার মগজ ভরে? (ক)রোদ(খ)বাতাস(গ)জোছনা(ঘ)পানি সঠিক উত্তরঃ- উত্তরঃ (খ) বাতাস ৷ Explanation: বাতাস খেলে বুধার মগজ ভরে ৷ বুধা কাকে ভিতুর ডিম বলে? [MCQ] সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকার কারণ- [MCQ] মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি- প্রতীকীতে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে? [MCQ] মশাল বানানোর কাজে ব্যবহৃত কেরোসিন বুধাকে কে দিয়েছিল? [MCQ] বুধা ধান খেতের কাদায় মিশে গিয়েছিল কেন? [MCQ] বুধা বোলতার ডাককে কিসের সঙ্গে তুলনা করে? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে বুধা সম্পর্কে MCQ(৯ম-১০ম শ্রেণির বাংলা ১মপত্র) কাকতাড়ুয়া উপন্যাসে শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল? [MCQ] তিনকুলে আপন হিসেবে বুধার কয়জন আছে? [MCQ] কে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি? [MCQ] নিজের বোঝা নিজে বইব বুধার এ বক্তব্যে কী ফুটে উঠেছে? [MCQ] তিনুর বয়স কয় বছর? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে কার চোখ অপূর্ব ছিল? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাস সেলিনা হোসেন(জ্ঞানমূলক, অনুধাবন, MCQ) কে বুধাকে মানিক রতন বলে ডাকত? [MCQ] মধুর মা বুধাকে আদর করে কেন? [MCQ] বুধার হাসিতে কিসের ফুল ফোটে? [MCQ] ‘আমি তো এখন স্বাধীন মানুষ’- কে বলেছিল? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? [MCQ] বুধা কয়টি মশাল বানিয়েছিল? [MCQ] Related Questions: কপালকুণ্ডলা কত সালে প্রকাশিত হয়? [MCQ] লালসালু উপন্যাসের লেখক কে [MCQ] জলাঙ্গী কোন ধরনের উপন্যাস [MCQ] তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা কে? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসের লেখক কে? [MCQ] পদ্মার পলিদ্বীপ কার রচনা বা লেখা? [MCQ] শঙ্খনীল কারাগার কার লেখা? [MCQ] আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? [MCQ] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি [MCQ] বিরাজ বৌ উপন্যাসের রচয়িতা কে? [MCQ] 5/5(3 votes)