কি খেলে বুধার মগজ ভরে? [MCQ]Published: April 16, 2024Last Updated: April 16, 2024 [Question] কি খেলে বুধার মগজ ভরে? (ক)রোদ(খ)বাতাস(গ)জোছনা(ঘ)পানি সঠিক উত্তরঃ- উত্তরঃ (খ) বাতাস ৷ Explanation: বাতাস খেলে বুধার মগজ ভরে ৷ বুধা ফুলকলিকে জিলিপি খেতে দিয়েছিল কয়টি? [MCQ] ‘আমি তো এখন স্বাধীন মানুষ’- কে বলেছিল? [MCQ] তিনুর বয়স কয় বছর? [MCQ] বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত? [MCQ] তিনকুলে আপন হিসেবে বুধার কয়জন আছে? [MCQ] মধুর মা বুধাকে আদর করে কেন? [MCQ] “নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান?”- এ কথার মাঝে প্রকাশ পেয়েছে বুধার— [MCQ] বুধার মুখে কোন শব্দটি শুনে আহাদ মুন্সির চোখ কপালে ওঠে? [MCQ] বুধা কয়টি মশাল বানিয়েছিল? [MCQ] বুধার হাসিতে কিসের ফুল ফোটে? [MCQ] বুধার ছোট বোনের নাম কি? [MCQ] সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকার কারণ- [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর(পরিক্ষায় আসা) বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়? [MCQ] ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার পেছনে কাজ করেছে কোনটি? [MCQ] বুধাকে রেকি করার কাজ কে দিয়েছিল? [MCQ] গাঁয়ের লোকেরা বুধাকে ভিন্ন ভিন্ন নামে ডাকার কারণ, বুধার- [MCQ] মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি- প্রতীকীতে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে? [MCQ] বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন কে দিয়েছে? [MCQ] ‘যুদ্ধ ছাড়াও মরণ থাকে’- এখানে ‘মরণ’ বলতে কী বোঝানো হয়েছে? [MCQ] Related Questions: রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কয়টি [MCQ] জোসনা ও জননীর গল্প উপন্যাসের রচয়িতা কে? [MCQ] রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি [MCQ] দেনা পাওনা উপন্যাসের রচয়িতা কে? [MCQ] একুশে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা কে? [MCQ] একুশের প্রথম উপন্যাস কোনটি [MCQ] কপালকুণ্ডলা কত সালে প্রকাশিত হয়? [MCQ] যাচ্ছি রে কাকতাড়ুয়া উক্তিটি কার? [MCQ] আমার বন্ধু রাশেদ উপন্যাসের রচয়িতা কে? [MCQ] কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি [MCQ] 5/5(3 votes)
“নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান?”- এ কথার মাঝে প্রকাশ পেয়েছে বুধার— [MCQ]