[Question] বুধা বোলতার ডাককে কিসের সঙ্গে তুলনা করে?
(ক) | আহাদ মুন্সির হুংকার |
(খ) | চাচির কণ্ঠস্বর |
(গ) | মাইন বিস্ফোরণের শব্দ |
(ঘ) | কুস্তির মধুর বচন |
Explanation: বুধা বোলতার ডাককে চাচির কণ্ঠস্বর এর সঙ্গে তুলনা করে ৷
-
কার যুদ্ধ করতে কষ্ট হয় না?
উত্তরঃ বুধার যুদ্ধ করতে কষ্ট হয় না।
-
মাইনটা কোথায় রেখে আসতে হবে?
উত্তরঃ মাইনটা বাঙ্কারের নিচে রেখে আসতে হবে।
-
সাবধানে থাকা কিসের কৌশল?
উত্তরঃ সাবধানে থাকা মুক্তিযুদ্ধের কৌশল।
-
কে বেশি সাহস করেছে বলে শাহাবুদ্দিন ভয় পায়?
উত্তরঃ বুধা বেশি সাহস করেছে বলে শাহাবুদ্দিন ভয় পায়।
-
কখন শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে?
উত্তরঃ দেশ স্বাধীন হলে শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে।
-
বুধাকে ভাত খেতে দেখলে কার কষ্ট কমে যায়?
উত্তরঃ বুধাকে ভাত খেতে দেখলে মিঠুর মায়ের কষ্ট কমে যায়।
Related Questions: