নোলক বুয়া বুধাকে কী নামে ডাকে? [MCQ]

[Question] নোলক বুয়া বুধাকে কী নামে ডাকে?

(ক)ছন্নছাড়া
(খ)মানিকরতন
(গ)গোবররাজা
(ঘ)সোনাবাবা

উত্তরঃ (ক) ছন্নছাড়া


Explanation: নোলক বুয়া বুধাকে ছন্নছাড়া নামে ডাকে ৷

  1. কে রাইফেলের শব্দ চিনে গেছে?

    উত্তরঃ বুধা রাইফেলের শব্দ চিনে গেছে।

  2. কাকতাড়ুয়াকে কিসের মতো লাগে?

    উত্তরঃ কাকতাড়ুয়াকে মানুষের মতো লাগে।

  3. কে কচুরিপানাভরা পুকুরে লাফিয়ে পড়ে?

    উত্তরঃ বুধা কচুরিপানাভরা পুকুরে লাফিয়ে পড়ে।

  4. ঘুমের ভেতর কে স্বাধীনতার স্বপ্ন দেখে?

    উত্তরঃ ঘুমের ভেতর বুধা স্বাধীনতার স্বপ্ন দেখে।

  5. পুরো শরীরে প্রজাপতি কিসের মতো সেঁটে আছে?

    উত্তরঃ পুরো শরীরে প্রজাপতি জামার মতো সেঁটে আছে।

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top