মাটি কাটার দলে বুধাকে কে নিয়েছিল? [MCQ]

[Question] মাটি কাটার দলে বুধাকে কে নিয়েছিল?

(ক)ফজু মিয়া
(খ)আহাদ মুন্সি
(গ)মতিউর
(ঘ)কুদ্দুস

উত্তরঃ (ক) ফজু মিয়া


Explanation: মাটি কাটার দলে বুধাকে ফজু মিয়া নিয়েছিল ৷

  1. কে আলির কাছ থেকে কেরোসিন তেল নেয়?

    উত্তরঃ বুধা আলির কাছ থেকে কেরোসিন তেল নেয়।

  2. তিনজন একজন হলে কী হয়?

    উত্তরঃ তিনজন একজন হলে শক্তি বাড়ে।

  3. বড় মশালটা কয় চালা ঘরের চালে ছুড়ে মারে?

    উত্তরঃ বড় মশালটা আটচালা ঘরের চালে ছুড়ে মারে।

  4. আলি আর মিঠু কার নাম ‘জয় বাংলা’ রাখে?

    উত্তরঃ আলি আর মিঠু বুধার নাম ‘জয় বাংলা‘ রাখে।

  5. কখন লড়াইয়ে শত্রুরা হারে?

    উত্তরঃ এক হলে লড়াইয়ে শত্রুরা হারে।

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top