হাশেম মিয়া বুধাকে কি নামে ডাকে? [MCQ]

[Question] হাশেম মিয়া বুধাকে কি নামে ডাকে?

(ক)খোকন বাবু
(খ)ছন্নছাড়া
(গ)বঙ্গবন্ধু
(ঘ)মানিকরতন

উত্তরঃ (ক) খোকন বাবু


Explanation: হাশেম মিয়া বুধাকে খোকন বাবু নামে ডাকে ৷

  1. বুধা কোথায় বসে ৭ই মার্চের ভাষণ শুনেছিল?

    উত্তরঃ বুধা কানু দয়ালের বাড়ি বসে ৭ই মার্চের ভাষণ শুনেছিল।

  2. কাদের ভীষণ ফুর্তি?

    উত্তরঃ পাকিস্তানি সেনাদের ভীষণ ফুর্তি ৷

  3. লাশ খেতে কে উড়ে আসে?

    উত্তরঃ লাশ খেতে শকুন উড়ে আসে।

  4. বুধাকে কে তাড়ায় বেশি?

    উত্তরঃ বুধাকে রাত তাড়ায় বেশি।

  5. শত্রুদের না তাড়িয়ে কে চায়ের দোকান বানাবে না?

    উত্তরঃ শত্রুদের না তাড়িয়ে আলি চায়ের দোকান বানাবে না।

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top