[Question] বুধার মতে রাতের বেলা সেপাইগুলো বাঙ্কারে শুয়ে কী দেখবে?
(ক) | আকাশের তারা |
(খ) | হাউইবাজি |
(গ) | গোলাগুলি |
(ঘ) | শত্রুর গতিবিধি |
Explanation: বুধার মতে রাতের বেলা সেপাইগুলো বাঙ্কারে শুয়ে হাউইবাজি দেখবে ৷
-
পুলিশ দেখে কার ভয় লাগে না?
উত্তরঃ পুলিশ দেখে বুধার ভয় লাগে না।
-
বুধা মাটির হাঁড়িতে করে কোথা থেকে পানি আনে?
উত্তরঃ বুধা মাটির হাঁড়িতে করে ডোবা থেকে পানি আনে।
-
আধা-পোড়া বাজারের দিকে তাকালে বুধার কী লাল হয়?
উত্তরঃ আধা-পোড়া বাজারের দিকে তাকালে বুধার চোখ লাল হয়।
-
বুধা মনের আনন্দে দুপায়ে কী মাখে?
উত্তরঃ বুধা মনের আনন্দে দুপায়ে পথের ধুলো মাখে।
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কোন ঘরের দরজা নেই?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত ঢেঁকিঘরের দরজা নেই।
-
রাত নিয়ে কার কোনো ঝামেলা নেই?
উত্তরঃ রাত নিয়ে বুধার কোনো ঝামেলা নেই।
-
কী নিয়ে বুধার মন খারাপ নেই?
উত্তরঃ খাবার নিয়ে বুধার মন খারাপ নেই ৷
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কার বোকামির সীমা নেই?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত মানুষের বোকামির সীমা নেই।
Related Questions: