[Question] আমি শোধ নিতে জানি এ বাক্যে বুধার কোন ভাবটি ফুটে উঠেছে?
(ক) | নিপুণতা |
(খ) | দক্ষতা |
(গ) | ক্ষমতা |
(ঘ) | প্রতিবাদ |
Explanation: আমি শোধ নিতে জানি এ বাক্যে বুধার প্রতিবাদ ভাবটি ফুটে উঠেছে ৷
-
কার লাল টুকটুকে বর আসবে?
উত্তরঃ কুত্তির লাল টুকটুকে বর আসবে।
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কে পথের ছেলে?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত বুধা পথের ছেলে।
-
বুধাকে কে সহ্য করতে পারল না?
উত্তরঃ বুধাকে চাচি সহ্য করতে পারল না।
-
বুধা কোন ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে মানুষের আদর পেতে চায়?
উত্তরঃ বুধা কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে মানুষের আদর পেতে চায় ৷
-
গাঁয়ের কয়েকজন মানুষ কিসের মতো?
উত্তরঃ গাঁয়ের কয়েকজন মানুষ শকুনের মতো।
Related Questions: