[Question] বুধা কাকে ভিতুর ডিম বলে?
(ক) | মধুকে |
(খ) | কুন্তিকে |
(গ) | রানিকে |
(ঘ) | ফুলকলিকে |
Explanation: বুধা রানিকে ভিতুর ডিম বলে ৷
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কার চোখ অপূর্ব ছিল?
উত্তরঃ বিনুর চোখ অপূর্ব ছিল।
-
বুধার পায়ের নিচ থেকে কী হতে শুরু করে?
উত্তরঃ বুধার পায়ের নিচ থেকে শক্ত হতে শুরু করে।
-
পাথরের চোখ মেলে মৃত্যু দেখে কে?
উত্তরঃ পাথরের চোখ মেলে মৃত্যু দেখে বুধা।
-
বুধা কী ধরনের বালক হয়েছে?
উত্তরঃ বুধা সাহসী বালক হয়েছে।
-
বুধার কানের পাশ দিয়ে কী উড়ে যায়?
উত্তরঃ বুধার কানের পাশ দিয়ে বোলতা উড়ে যায়।
Related Questions: