চর্যাপদের প্রকৃত নাম কি? [MCQ]

[Question] চর্যাপদের প্রকৃত নাম কি?

(ক)চর্যাচর্যবিনিশ্চয়
(খ)চর্যাগীতিকোষ
(গ)চর্যাপদ
(ঘ)বৌদ্ধ গান ও দোহা

উত্তরঃ (ক) চর্যাচর্যবিনিশ্চয়


Explanation: চর্যাপদের প্রকৃত নাম চর্যাচর্যবিনিশ্চয়

  1. ‘চর্যাপদ’ কোন যুগের কাব্য?

    উত্তরঃ ‘চর্যাপদ’ প্রাচীন যুগের কাব্য ৷

  2. চর্যাপদের ভাষাকে ‘আলো -আঁধারি বলে অভিহিত করেছেন কে?

    উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘আলো -আঁধারি বলে অভিহিত করেছেন হরপ্রাসাদ শাস্ত্রী ৷

  3. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

    উত্তরঃ চর্যাপদের প্রাপ্তিস্থান নেপালে ৷

  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

    উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম Buddist Mystic Songs.

  5. বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?

    উত্তরঃ বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি লুইপা ৷

  6. চর্যাপদের অধ্যাত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষেরা সর্বোত্তম সমস্বয় ঘটেছে যার মাধ্যমে কার মাধ্যমে?

    উত্তরঃ চর্যাপদের অধ্যাত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষেরা সর্বোত্তম সমস্বয় ঘটেছে যার মাধ্যমে তা হলো সমাজচিত্র ৷

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top