চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? [MCQ]

[Question] চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়?

(ক)বাংলাদেশ
(খ)ভুটান
(গ)নেপাল
(ঘ)উড়িষ্যা

উত্তরঃ (গ) নেপাল


Explanation: চর্যাপদের প্রাপ্তি স্থান নেপাল

  1. চর্যাপদের প্রাপ্তিস্থান কোন দেশে?

    উত্তরঃ চর্যাপদের প্রাপ্তিস্থান নেপালে ৷

  2. ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?

    উত্তরঃ ‘চর্যাপদ’ ১৯০৭ সালে আবিষ্কৃত হয় ৷

  3. ‘চর্যাপদ’ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেন?

    উত্তরঃ ‘চর্যাপদ’ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কার করেন ৷

  4. ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে ‘চর্যাপদ’ কে আবিষ্কার করেন?

    উত্তরঃ ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে ‘চর্যাপদ’ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন ৷

  5. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

    উত্তরঃ ‘চর্যাপদ’ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য ৷

  6. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

    উত্তরঃ পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় ৷

  7. ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

    উত্তরঃ ‘চর্যাপদ’ প্রথম বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ৷

  8. চর্যাপদের প্রথম পদের রচয়িতা?

    উত্তরঃ চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলেন লুইপা ৷

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top