সম্প্রতি নতুন চর্যাপদ কে আবিষ্কার করেন? [MCQ]

[Question] সম্প্রতি নতুন চর্যাপদ কে আবিষ্কার করেন?

(ক)হরপ্রসাদ শাস্ত্রী
(খ)আনিসুজ্জামান
(গ)ড. মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ)সৈয়দ মোহাম্মদ শাহেদ

উত্তরঃ (ঘ) সৈয়দ মোহাম্মদ শাহেদ


Explanation: সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ ৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদের জন্ম চট্টগ্রামের বোয়ালখালী হাওলা অঞ্চলে ১৯৫২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (১৯৮৬) লাভের পর ভিজিটিং ফেলো ছিলেন জাপানের নাগোইয়া বিশ্ববিদ্যালয়ের (১৯৯০-৯৩)।

তাঁর গবেষণামূলক প্রকাশনার মধ্যে রয়েছে ছড়ার ইশকুল (১৯৭৮), ছড়ায় বাঙালী সমাজ ও সংস্কৃতি (১৯৮৮), Comparative Study in Oral Tradation (১৯৯৩) ও Aesthetical Ideas of Gandhi (২০০০)। জীবনীগ্রন্থ রমেশ শীল (১৯৮৭), ফণী বড়ুয়া: জীবন ও রচনা (১৯৯৭) ও রণেশ দাশগুপ্ত (২০১২)। রমেশ শীল : অপ্রকাশিত কবিতাবলী (১৯৮৫), সংস্কৃতি ও উন্নয়ন (১৯৯১), রমেশ শীল রচনাবলী (১৯৯৩), Culture of Peace (২০০১), Dialogue among Civilizations (২০০২), রণেশ দাশগুপ্ত স্মারকগ্রন্থ যৌথ (২০০২), সন্তোষ গুপ্ত স্মারকগ্রন্থ যৌথ, (২০০৪) তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য। কিশোর-সাহিত্যের মধ্যে রয়েছে-মিকি মাউস (১৯৭৭), প্যালেস্টাইন (১৯৭৮), ডিজনী নগরে হৈচৈ (১৯৭৯), বাঘের মাসী (১৯৮৯) প্রভৃতি।

দায়িত্ব পালন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক (২০০৭-০৯), জাতীয় জাদুঘরের ট্রাস্টি, ইউনেসকো জাতীয় কমিশনের সদস্য, শিল্পকলা একাডেমী পরিষদ-সদস্য হিসেবে। পালন করছেন বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব। ছিলেন খেলাঘরের সাধারণ সম্পাদক ও শিশুকল্যাণ পরিষদের যুগ্ম-সম্পাদক।

বিভিন্ন সেমিনার সম্মেলনে যোগদান করেছেন ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, সিংগাপুর, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও আরজেনটিনায়।

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top