চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? [MCQ]

[Question] চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?

(ক)৮০০ বছর 
(খ)১০০০ বছর 
(গ)১১০০ বছর
(ঘ)১২০০ বছর 

উত্তরঃ (খ) ১০০০ বছর 


Explanation: চর্যাপদের বয়স আনুমানিক ১০০০  বছর

  1. ড মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কত?

    উত্তরঃ ড মুহম্মদ শহীদুল্লাহর মতেচর্যাপদের রচনা কাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে (৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে)।

  2. . সুনীতিকুমার চট্টোপাধ্যায়য়ের মতে চর্যাপদের রচনাকাল কত?

    উত্তরঃ . সুনীতিকুমার চট্টোপাধ্যায়য়ের মতে চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতক (৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে)।

  3. চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?

    উত্তরঃ চর্যাপদের ভাষাকে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যয় বাংলা ভাষা দাবি করেছেন

  4. ‘চর্যাপদ’ কোন ছন্দে লেখা?

    উত্তরঃ চর্যাপদ’ মাত্রাবৃত্ত ছন্দে লেখা ৷

  5. আধুনিক পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কী?

    উত্তরঃ আধুনিক পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম চর্যাগীতি কোষ

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top