[Question] চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
(ক) | ৮০০ বছর |
(খ) | ১০০০ বছর |
(গ) | ১১০০ বছর |
(ঘ) | ১২০০ বছর |
Explanation: চর্যাপদের বয়স আনুমানিক ১০০০ বছর ৷
-
ড মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কত?
উত্তরঃ ড মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনা কাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে (৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে)।
-
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়য়ের মতে চর্যাপদের রচনাকাল কত?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়য়ের মতে চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতক (৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে)।
-
চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?
উত্তরঃ চর্যাপদের ভাষাকে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যয় বাংলা ভাষা দাবি করেছেন ৷
-
‘চর্যাপদ’ কোন ছন্দে লেখা?
উত্তরঃ চর্যাপদ’ মাত্রাবৃত্ত ছন্দে লেখা ৷
-
আধুনিক পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কী?
উত্তরঃ আধুনিক পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম চর্যাগীতি কোষ ৷
Related Questions: