[Question] বুধার চাচাতো ভাই-বোনের সংখ্যা কত জন?
(ক) | ছয় |
(খ) | সাত |
(গ) | আট |
(ঘ) | নয় |
Explanation: বুধার চাচাতো ভাই-বোনের সংখ্যা আট জন ৷
-
বুধার চাচাতো ভাই-বোন কতজন?
উত্তরঃ বুধার চাচাতো ভাইবোন আটজন।
-
কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান উপাদান কি?
উত্তরঃ কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান উপাদান এর কাহিনি বা গল্প ৷
-
বুধাকে কে এক পাশে টেনে ফিসফিসিয়ে বলে, আল্লাহ মাফ করুক।’?
উত্তরঃ বুধাকে ফজু মিয়া এক পাশে টেনে ফিসফিসিয়ে বলে, ‘আল্লাহ মাফ করুক।’
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ‘একটা ভিতুর ডিম’ কে?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধার মতে একটা ভিতুর ডিম হচ্ছে- রানি।
-
বুধাকে ‘কোথায় যাচ্ছিস’ জিজ্ঞেস করা হলে সে কী উত্তর দেয়?
উত্তরঃ বুধাকে কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করা হলে সে উত্তর দেয় যে সে সোনার ঘরে যাচ্ছে।