বুধার মুখে কোন শব্দটি শুনে আহাদ মুন্সির চোখ কপালে ওঠে? [MCQ]

[Question] বুধার মুখে কোন শব্দটি শুনে আহাদ মুন্সির চোখ কপালে ওঠে?

(ক)যুদ্ধ
(খ)স্বাধীনতা
(গ)জয় বাংলা
(ঘ)বঙ্গবন্ধু

উত্তরঃ (ক) যুদ্ধ


Explanation: বুধার মুখে যুদ্ধ শব্দটি শুনে আহাদ মুন্সির চোখ কপালে ওঠে ৷

  1. বুধার ছোট বোনের বয়স কত ছিল?

    উত্তরঃ বুধার ছোট বোনের বয়স ছিল দেড় বছর।

  2. কে রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল?

    উত্তরঃ বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছিল।

  3. অপূর্ব চোখ ছিল কার?

    উত্তরঃ বিনুর অপূর্ব চোখ ছিল।

  4. গেরস্তের উঠোনে কী আছে?

    উত্তরঃ গেরস্তের উঠোনে খড়ের গাদা আছে।

  5. ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়?

    উত্তরঃ ফুলকলি বুধাকে যুদ্ধ নামে ডাকতে চায়।

5/5(3 votes)
Scroll to Top