‘রেকি করার কাজটা তোকে করতে হবে।’- এখানে ‘রেকি’ দ্বারা কী বুঝানো হয়েছে? [MCQ]

[Question] ‘রেকি করার কাজটা তোকে করতে হবে।’- এখানে ‘রেকি’ দ্বারা কী বুঝানো হয়েছে?

(ক)আক্রমণের আগে শত্রুর অবস্থান অনুসন্ধান
(খ)শত্রুকে ধরাশায়ী করার কূট-কৌশল
(গ)ছলনা করার পদ্ধতি
(ঘ)আক্রমণের জন্য সংগঠিত করা

উত্তরঃ (ক) আক্রমণের আগে শত্রুর অবস্থান অনুসন্ধান


Explanation: “রেকি করার কাজটা তোকে করতে হবে।”- এখানে ‘রেকি’ দ্বারা আক্রমণের আগে শত্রুর অবস্থান অনুসন্ধান বুঝানো হয়েছে ৷

  1. আহাদ মুন্সির বড় ছেলের নাম কী?

    উত্তরঃ আহাদ মুন্সির বড় ছেলের নাম মতিউর ৷

  2. রাজাকার কমান্ডারের বাড়িতে কাজ করে কে?

    উত্তরঃ রাজাকার কমান্ডারের বাড়িতে কাজ করে ফুলকলি ৷

  3. বুধা ফুলকলিকে কী খেতে দিল?

    উত্তরঃ বুধা ফুলকলিকে জিলাপি খেতে দিল ৷

  4. রাজাকার কমান্ডারের বাড়িতে কিছু ঘটলে কে বুধাকে জানিয়ে দেবে?

    উত্তরঃ রাজাকার কমান্ডারের বাড়িতে কিছু ঘটলে ফুলকলি বুধাকে জানিয়ে দেবে ৷

  5. কখন ফুলকলির দুঃখ থাকবে না?

    উত্তরঃ দেশ স্বাধীন হলে ফুলকলির দুঃখ থাকবে না ৷

  6. স্বপ্নের আশ্চর্য দেশে বুধা কাকে পাশে দেখতে পায়?

    উত্তরঃ স্বপ্নের আশ্চর্য দেশে বুধা ফুলকলিকে পাশে দেখতে পায় ৷

  7. চোখ লাল হলে বুধার ভিতর কী জাগে?

    উত্তরঃ চোখ লাল হলে বুধার ভিতর কিছু করার ইচ্ছা জাগে ৷

5/5(3 votes)
Scroll to Top